
প্রকাশিত: Sat, Dec 2, 2023 12:54 PM আপডেট: Tue, Apr 29, 2025 4:48 AM
[১]আন্তর্জাতিক নারী প্রীতি ফুটবলে সিঙ্গাপুরকে হারালো বাংলাদেশ
এল আর বাদল : [২] দুর্দান্ত ফুটবল খেলেছে বাংলাদেশের মেয়েরা। সিঙ্গাপুরের বিরুদ্ধে শুরু থেকে শেষ পর্যন্ত দাপুটে ফুটবল উপহার দিয়ে দেশকে জিতিয়ে নিয়েছে তারা। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শুক্রবার সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা।
[৩] কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে এ ম্যাচের প্রথমার্ধে দুর্দান্ত দাপট দেখিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় তারা। বিরতির পর তৃতীয় গোল আদায় করে নেয় তারা। স্বস্তির তিন গোল আদায় করে ছাড়েন সাবিনা খাতুনরা।
[৪] এর আগে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে প্রীতি ম্যাচে প্রথম এবং সবশেষ সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে ৩-০ গোলে বাংলাদেশকে হারিয়েছিল সিঙ্গাপুর। এত বছর পর একই ব্যবধানে হারিয়ে মধুর প্রতিশোধ নিলো বাংলাদেশ নারী দল।
[৫] খেলার তৃতীয় মিনিটে কর্নার থেকে অধিনায়ক সাবিনার শটে মাথা ছোঁয়ান আফিদা খন্দকার। তার হেডে এগিয়ে যায় বাংলাদেশ।
[৫] এই গোলের পর খেলায় গতি বাড়ে বাংলার মেয়েদের। প্রথম ২০ মিনিটে একদমই সুযোগ পায়নি সিঙ্গাপুর। ম্যাচের ১৬তম মিনিটে আর ভুল করেনি বাংলাদেশ। তিন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের ভেতর ঢুকে যান মারিয়া মান্দা। আলতো করে বাড়িয়ে দেন তহুরা খাতুনের দিকে। সহজ শটে পরাস্ত করে সিঙ্গাপুর গোলরক্ষককে। দুই গোলে এগিয়ে যায় স্বাগতিক বাংলাদেশ।
[৬] খেলার প্রধমার্ধে খুঁজে পাওয়া যায়নি সিঙ্গাপুরকে। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সাইফুল বারী টিটুর শিষ্যরা। বিরতির পর বেশিক্ষণ সময় নেয়নি এগিয়ে যেতে। ম্যাচের ৬০তম মিনিটে ব্যবধানও বাড়িয়ে নেয় বাংলাদেশ। মাসুরা পারভীনের লং ক্রসের পেছনে ছুটছিলেন তহুরা, সিঙ্গাপুর গোলরক্ষকও বেরিয়ে আসেন পোস্ট ছেড়ে, বুদ্ধিদ্বীপ্ত চিপে গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে জড়িয়ে দেন তহুরা। তাতে ৩-০ গোলের জয়ের উচ্ছ্বাসে ভাসে বাংলাদেশ। এই জয়ের মধ্য দিয়ে পাঁচ বছর আগে হারের প্রতিশোধ নিয়ে বাংলাদেশের নারীরা। সম্পাদনা: তারিক আল বান্না
আরও সংবাদ
[১]অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ২৮ রানে হারলো বাংলাদেশ
[১]আজ বিশ্বকাপের সুপার এইটে ভারতের মুখোমুখি বাংলাদেশ
[১]ভয় কাটিয়ে জয় দক্ষিণ আফ্রিকার
[১]বিশ্বকাপ ক্রিকেটে আজ ভারত ও পাকিস্তান মহারণ
[১]বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে টানা চতুর্থবার শিরোপা জিতলো বাংলাদেশ
[১]যুক্তরাষ্ট্রে আজ পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের [২]স্বাগতিকদের বিরুদ্ধে মুখোমুখি কানাডা

[১]অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ২৮ রানে হারলো বাংলাদেশ

[১]আজ বিশ্বকাপের সুপার এইটে ভারতের মুখোমুখি বাংলাদেশ

[১]ভয় কাটিয়ে জয় দক্ষিণ আফ্রিকার

[১]বিশ্বকাপ ক্রিকেটে আজ ভারত ও পাকিস্তান মহারণ

[১]বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে টানা চতুর্থবার শিরোপা জিতলো বাংলাদেশ
